ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

৪০ নম্বর ওয়ার্ডে বিএনপির সমর্থন পেলেন আতাউর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
৪০ নম্বর ওয়ার্ডে বিএনপির সমর্থন পেলেন আতাউর

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আতাউর রহমান চেয়ারম্যানকে সমর্থন দিয়েছে বিএনপি।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

রিজভী বলেন, এর আগে চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়ার সময় ৪০ নম্বর ওয়ার্ডে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হয়নি।

শুক্রবার আতাউর রহমানকে সমর্থন দেওয়া হয়েছে। গত ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২ জানুয়ারি বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।