ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নীলফামারীতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
নীলফামারীতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

নীলফামারী: আগামী ৩০ ডিসেম্বর নীলফামারীর ডোমার উপজেলায় বোড়াগাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহিম এ তফসিলের ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর মঙ্গলবার রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়।

৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৬ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ৯ থেকে ১১ ডিসেম্বর আপিল নিষ্পত্তি এবং ১২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১৩ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আব্দুর রহিম বাংলানিউজকে জানান, গত ১২ সেপ্টেম্বর বোড়াগাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মারা গেলে ওই পদটি শূন্য হওয়ায় এ তফসিল ঘোষণা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।