ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলায় নারী সদস্য নির্বাচনে ভোটার তালিকা তৈরির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
উপজেলায় নারী সদস্য নির্বাচনে ভোটার তালিকা তৈরির নির্দেশ নির্বাচন কমিশন ভবন

ঢাকা: উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য পদে নির্বাচনের লক্ষ্যে ভোটার তালিকা প্রণয়নের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩১অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।  

বৈঠক সূত্র জানায়, ইসি সচিবালয়কে দেওয়া নির্দেশনায় কমিশন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে দ্রুত পাঠাতে বলেছে।

উপজেলায় নারী সদস্য রয়েছে প্রায় ১ হাজার ৫শ’। তাদের নির্বাচিত করতে ভোট দেবেন উপজেলার অধীনস্ত অন্য স্থানীয় সরকারগুলোর নারী প্রতিনিধিরা।

সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) ও সীমানা নির্ধারণ আইন সংশোধনের খসড়া আরও বিচার-বিশ্লেষণের জন্য আইন সংস্কার কমিটিতে ফেরত পাঠানোরও নির্দেশনা দিয়েছে ইসি। এছাড়া, ঢাকার দু’টি ও চট্টগ্রাম সিটির নির্বাচন নিয়ে আলোচনা মূলতবি করা হয়েছে। এ নিয়ে আগামী রোববার (৩ নভেম্বর) আবারও সভা করবে ইসি।

সিইসি ছাড়া বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররা, ইসি সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এদিকে, বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, সিটি নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। রোববার সাড়ে ১১টায় ফের বৈঠক ডাকা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ইইউডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।