ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রংপুর-৩ আসনের ভোট: সাদের গেজেট সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
রংপুর-৩ আসনের ভোট: সাদের গেজেট সোমবার

ঢাকা: রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আল মাহি এরশাদ (সাদ) জয়লাভ করেছেন। নির্বাচন কমিশন তার জয়ের ফলাফল সোমবার (০৭ অক্টোবর) গেজেট আকারে প্রকাশ করবে। এরপর তার ভিত্তিতেই সংসদ সচিবালয়ে শপথ পাঠের আয়োজন করবে।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বাংলানিউজকে বলেন, সোমবার রংপুর-৩ আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

৫ অক্টোবরের এ উপ-নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আল মাহি এরশাদকে (সাদ) বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচনে মোট ১৭৫টি কেন্দ্রে সাদ এরশাদ (লাঙল) পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান পেয়েছেন (ধানের শীষ) ১৬ হাজার ৯৪৭ ভোট। আর এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার (মোটরগাড়ি) ১৪ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপ-নির্বাচনেও এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করে ইসি। ভোট পড়েছে ২১ দশমিক ৩১ শতাংশ। যদিও ভোটের হার এর চেয়েও কম হবে দাবি করে নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছে বিএনপি প্রার্থী রিটা রহমান।

একাদশ সংসদ নির্বাচনে রিটা রহমান হুসেইন মুহম্মদ এরশাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছিলেন ৫৩ হাজার ৮৯ ভোট। আর ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ভোট পড়েছিল ৫২ দশমিক ৩১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।