ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চিৎলা ইউপিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
চিৎলা ইউপিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুস ছালাম বিপ্লব মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সারোয়ার চশমা প্রতীক নিয়ে ৫ হাজার ৯২ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে রিটার্নিং কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস এ ফলাফল ঘোষণা করেন।

পদত্যাগের পর চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় সকাল থেকে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনার পর বিএনপি প্রার্থীকে চূড়ান্ততভাবে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করা হয়।

ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৬ হাজার ৯৯৯। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৫০০ জন, নারী ভোটার ৮হাজার ৪৯৯ জন। উপ নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।