ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ইউপিতে চলছে নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় ২ ইউপিতে চলছে নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া: উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের শেখ ওমর ফারুক (নৌকা), স্বতন্ত্র শেখ মো. মহসীন (আনারস), মো. সোহরাব খান (ঘোড়া) ও মো. সাকিরুল আলম খান (চশমা)।  

এ ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ২৯৪। ১০টি কেন্দ্রে চলছে ভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।

কুটি ইউপি সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, মহিলা মেম্বার পদে ১১ জন, পুরুষ মেম্বার পদে প্রার্থী ৫০ জন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৯। ভোট কেন্দ্র ১১টি।  

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।