ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থী নাছিমা বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থী নাছিমা বিজয়ী নাছিমা লুৎফর রহমান

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া।

মঙ্গলবার (১৮ জুন) রাত ১০টার দিকে ভোট গণনা শেষে এ তথ্য জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাহেদুল ইসলাম।

তিনি বলেন, ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাছিমা লৎফুর রহমান ৩৩ হাজার ৭৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর ভূঁইয়া পান (নৌকা) ২৬ হাজার ১০১ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ৩৮ হাজার ৪৮৯ ভোট পেয়ে মাহমুদুর রহমান মান্না এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেত্রী রানি কলস প্রতীকে ৪৮ হাজার ৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।