ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ গঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ৩১, ২০১৯
ইসি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ গঠিত সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ১১১ সদস্য বিশিষ্ট ঐক্য পরিষদ গঠন

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ১১১ সদস্য বিশিষ্ট ঐক্য পরিষদ গঠন করেছেন।

ঐক্য পরিষদে সভাপতি হিসেবে জীবন ইবনে মাসুম, সহ-সভাপতি আশরাফুল আলম, আবু সুফিয়ান, অরবিন্দ দাশ, মুনছুর আহমদ, মহাসচিব হিসেবে রকিব হোসেন, যুগ্ম-মহাসচিব হিসেবে মুহাম্মদ উসমান গণি (হিসাব), সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম প্রমুখ বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশন, নির্বাচন কমিশন সচিবালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি, মাঠ পর্যায়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি, নির্বাচন কমিশন সচিবালয়, মাঠ পর্যায়ের গাড়ি চালক সমিতি, নির্বাচন কমিশন সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি, মাঠ পর্যায়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতি ও সম্মতিতে গঠিত এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

ইসির জনসংযোগ শাখার কর্মকর্তা ও সংগঠনের সহ-সভাপতি আশারাফুল আলম বলেন, ইসি কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করাসহ নানামুখী দায়িত্ব পালনের জন্য ২৯ মে এ কমিটি গঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ৩১, ২০১৯
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।