ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুতুবদিয়া উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ভোট ১৩ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ২২, ২০১৯
কুতুবদিয়া উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ভোট ১৩ জুন উপজেলা পরিষদ নির্বাচনের লোগো

ঢাকা: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগামী ১৩ জুন ভোটগ্রহণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা বুধবার (২২ মে) রিটার্নিং কর্মকর্তাকে (কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক) পাঠানো হয়েছে। এতে ইসির নির্দেশনা অনুযায়ী কার্যক্রম নেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নির্বাচনের স্থগিত দু’টি কেন্দ্রেও ১৩ জুন ভোটগ্রহণের নির্দেশনা দিয়েছে ইসি। রিটার্নিং কর্মকর্তা হিসেবে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসককে পাঠানো নির্দেশনায় পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দু’টিতে পুনঃভোটগ্রহণ করতে বলা হয়েছে। নির্বাচনী অনিয়মের কারণে আগে এই দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছিল ইসি।  

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণের প্রক্রিয়া চলছে। আগামী ১৮ জুন এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ২২, ২০১৯
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।