ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী কাজে ক্ষতিগ্রস্ত হলে সহায়তা দেবে ইসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
নির্বাচনী কাজে ক্ষতিগ্রস্ত হলে সহায়তা দেবে ইসি

বান্দরবান: ‘ভবিষ্যতে নির্বাচনী কাজে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাদের নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

শনিবার (৬ এপ্রিল) দুপুরে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে দায়িত্বপালনের সময়ে সড়ক দুর্ঘটনায় হতাহতদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ও উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা বেড়েছে।

তাই বিভিন্ন সময়ে নির্বাচনী কাজে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় কমিশনও তাদের সহায়তার হাত বাড়াবে।  

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাত জনের পরিবারকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

পরে লামায় নির্বাচন চলাকালীন দুর্ঘটনায় নিহত আনসার ভিডিপির নারী সদস্য হাফিজা বেগমের পরিবারের হাতে সাড়ে ৫ লাখ অনুদানের চেক তুলে দেন। এছাড়া দুর্ঘটনায় আহতদের মাঝেও সহায়তার অর্থ তুলেন দেন নির্বাচন কমিশন সচিব।

বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে জান্নাত রুমী, নবনির্বাচিত লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান প্রমুখ।

গত ১৭ মার্চ বান্দরবানের লামায় উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপির এক নারী সদস্য নিহত হন। এসময় আহত হন আরও ১৮ জন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।