ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নবাবগঞ্জে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
নবাবগঞ্জে স্বতন্ত্র প্রার্থী জয়ী

নবাবগঞ্জ, ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার নবাবগঞ্জে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ঝিলু জয়ী হয়েছেন।

রোববার (৩১ মার্চ) রাতে উপজেলা রির্টানিং অফিসার ফারজানা আবেদীন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।  

ঘোষিত ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ঝিলু (আনারস) ৬৫ হাজার ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আব্দুল বাতেন মিয়া (নৌকা) পেয়েছেন ৪২ হাজার ৯৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ তাবিড় হোসেন খান (টিউবওয়েল) ৩৪ হাজার ৩২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রত্তন্দার মোহাম্মদ (বৈদ্যুতিক বাল্ব) পেয়েছেন ১৮ হাজার ২১৯ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৩ হাজার ৫৫১টি ভোট পেয়ে ইয়াসমিন আক্তার (প্রজাপতি) জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মরিয়ম মোস্তফা (হাঁস) পেয়েছেন ৪০ হাজার ২১৯ ভোট।

এ উপজেলায় মোট কেন্দ্র ১০৪টি। ভোটার সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৯৪৪ জন।  

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।