ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে আটক ৬

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয়জনকে আটক করছে পুলিশ।

রোববার (৩১ মার্চ) দুপুরে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন উপজেলা সদরের পান্থাপাড়ার আব্দুল হালিমের ছেলে নাফিস (২৪), বনগ্রাম রুইমারী এলাকার হেলাল মিয়ার ছেলে আলিম হোসেন (১৪), জাইদুল
মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭), শরিফুল ইসলামের ছেলে রায়হান (১৭), তালুক
কামিরাডাঙ্গা গ্রামের আনছার আলীর ছেলে মাহমুদুর (৩৫) ও কান্তারপাড়া
গ্রামের আতোয়ার রহমানের ছেলে রুহুল আমিন (২০)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে
জানান, গোবিন্দগঞ্জ পৌরসভা, কোচাশহর ও মহিমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চতুর্থ ধাপের এ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ হয়।  

১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা গঠিত। উপজেলার ১৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ উপজেলার মোট ভোটার সংখ্যা তিন লাখ, ৮৬ হাজার, ২৯৬।

নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলো- আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ প্রধান (প্রতীক-নৌকা), স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মুকিতুর রহমান রাফি (প্রতীক-ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী জাহিদ চৌধুরী (প্রতীক-আনারস), স্বতন্ত্র প্রার্থী ফেরদাউস আলম রাজু (প্রতীক-দোয়াত কলম), স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশের ওয়ার্কাস পার্টির আবদুল মতিন মোল্লা (প্রতীক-হাতুড়ি) ও স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম (প্রতীক-মোটরসাইকেল)।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।