ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ঝিনাইদহ: ঝিনাইদহের ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২টি নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- সদরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রশিদ ৯০ হাজার ২১৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জে এম রশিদ দোয়ত কলম প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৬৭।

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী সিকদার মোশারফ হোসেন আনারস প্রতীকে ৭৮ হাজার ৪১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নায়েব আলী জোয়ারদার পেয়েছেন ৭৮ হাজার ৫০।  

হরিণাকুন্ডুতে মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসাইন ৪৯ হাজার ৭৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মশিয়ার রহমান জোয়ার্দার পেয়েছেন ৪১ হাজার ৫৭৩ ভোট।

কালীগঞ্জে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর সিদ্দিকি ঠান্ডু বিনা প্রতিদ্বন্দীতায় আগেই নির্বাচিত হয়েছেন।

কালীগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানাজ পারভীন নির্বাচিত হয়েছে।  

শৈলকুপায় ভাইস চেয়ারম্যান পদে জাহিদুন্নবী কালু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াছমিন নির্বাচিত হয়েছেন।

সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে রাশিদুর রহমান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরতী দত্ত নির্বাচিত হয়েছেন।

হরিণাকুন্ডুতে ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমা খাতুন নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। জেলার ৬টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়।  

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।