ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঠাকুরগাঁওয়ে আ’লীগ ৩, স্বতন্ত্র ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
ঠাকুরগাঁওয়ে আ’লীগ ৩, স্বতন্ত্র ২

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলা পরিষদ নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দু’টিতে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) মধ্যরাতে জেলা নির্বাচন কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।  

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী অরুনাংশু দত্ত টিটো  নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২৬ হাজার ১২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির রাজিউল ইসলাম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৪২ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আব্দুর রশিদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মাশহুরা।

বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সফিফুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৬৩ ভোট। আওয়ামী লীগের প্রার্থী আহসান হাবীব বুলবুল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৪৬৯ ভোট।

রাণীশংকৈল উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহারিয়ার আজম মুন্না মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫২ হাজার ৮৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সইদুল হক নৌকা প্রতীক নিয়ে ৪০ হাজার ৭৪০ ভোট পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে সোহেল রানা ৪৩ হাজার ৬২১ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে শেফালি বেগম ৩৬ হাজার ৫৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

পীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আখতারুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৫৮ হাজার ৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইসাহাক আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৪৩৩ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুকুমার রায় চশমা মার্কা প্রতীক নিয়ে ৪৫ হাজার ৪৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতী রাণী রায় বিনাপ্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।

হরিপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জিয়াউল হাসান মুকুল নৌকা প্রতীক নিয়ে ৩৫ হাজার ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একে এম শামীম ফেরদৌস টগর ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৪০৯ ভোট।

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।