ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাইবান্ধায় আ’লীগ ৩, স্বতন্ত্র ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
গাইবান্ধায় আ’লীগ ৩, স্বতন্ত্র ২

গাইবান্ধা: গাইবান্ধার পাঁচটি উপজেলা পরিষদ নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দু’টিতে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। 

সোমবার (১৮ মার্চ) দিনগত রাত পৌনে ১২টার দিকে রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ সারোয়ার কবির ৩৯ হাজার ৫৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পিয়ারুল ইসলাম পেয়েছেন ২৯ হাজার ৫০৬ ভোট।  

সাঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর কবীর ৪৫ হাজার ৯৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামশীল আরেফিন পেয়েছেন ৪০ হাজার ৭৯৯ ভোট।

পলাশবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ৫৬ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মমতাজ উদ্দীন পেয়েছেন ১০ হাজার ৩৮০ ভোট।  

সাদুল্লাপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহারিয়া খান বিপ্লব ৩২ হাজার ৭৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহ মো. ফজলুল হক রানা পেয়েছেন ৩০ হাজার ৫৬০ ভোট।  

ফুলছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিএম সেলিম পারভেজ ৩৪ হাজার ৮০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকমতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ পেয়েছেন ১৩ হাজার ৯৮৯ ভোট।  

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।