ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত উপজেলা নির্বাচনের লোগো

গাইবান্ধা: হাইকার্টের আদেশে নির্বাচনের তিন দিন আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করছে নির্বাচন কমিশন (ইসি)। 

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার বিকেলে নির্বাচন স্থগিত সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছি।

যার স্মারক নং-(১৭.০০.০০০০.০৭৯.৪০.০১৮.১৯-১৬৯, তারিখ-১৪ মার্চ ২০১৯। )

আদেশে উল্লেখ করা হয়েছে, বিগত ২৬ ফেব্রুয়ারি/১৯ইং তারিখের রিট পিটিশন নং-২১০৮/২০১৯ এর পিটিশনার জনাব মো. নাজমুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণসহ তার অনুকূলে প্রতীক বরাদ্দ দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে সুযোগ দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।  

উল্লেখিত আদেশ প্রতিপালনার্থে নির্বাচন কমিশন আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।  

আদেশে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশন সচিবালরে উপ-সচিব আতিয়ার রহমান।

প্রসঙ্গত, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে চেয়ারম্যান প্রার্থী নাজমুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা মাহবুবুর রহমান। পরে নাজমুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।