ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালমনিরহাট সদরে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
লালমনিরহাট সদরে স্বতন্ত্র প্রার্থী জয়ী কামরুজ্জামান সুজন

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ হাজার ৫৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) কামরুজ্জামান সুজন (আনারস)। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল হক পাটোয়ারী ভোলা (নৌকা প্রতীক) পেয়েছেন ২৩ হাজার ২৮ ভোট।

রোববার (১০ মার্চ) রাতে সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৩১ হাজার ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৭ হাজার ৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লতিফা বেগম (ফুটবল)।  

এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৫০৭ জন।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।