ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা নির্বাচন: শাহজাদপুরে আ’লীগ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
উপজেলা নির্বাচন: শাহজাদপুরে আ’লীগ প্রার্থী বিজয়ী উপজেলা নির্বাচনের লোগো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ আজাদ রহমান ২ লাখ ১৯ হাজার ৬২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙল প্রতীক) মুক্তার হোসেন পেয়েছেন ৬ হাজার ৪৯৮ ভোট।                 

রোববার (১০ মার্চ) ভোট গণনা শেষে রাত পৌনে ৯টার দিকে উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আকতার এতথ্য নিশ্চিত করেন।

 

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান জানান, এ উপজেলার ১৩৯টি কেন্দ্রের মধ্যে দু’টি কেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছে। বাকি ১৩৭টি কেন্দ্রের ফলাফলে ঘোষণা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।