ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শাল্লায় জাল ভোট দেওয়ার চেষ্টা, এক কেন্দ্রে ভোট বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
শাল্লায় জাল ভোট দেওয়ার চেষ্টা, এক কেন্দ্রে ভোট বন্ধ

সুনামগঞ্জ: জাল ভোট দেওয়ার চেষ্টার জেরে দুইপক্ষের হাতাহাতির ঘটনায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের খাসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

রোববার (১০ মার্চ) সকাল ৮টায় ভোট শুরুর পর সকাল ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আল-আমিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অবনী মোহন দাসের সমর্থকদের মধ্যে এ হাতাহাতি হয়।
 
স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অবনী মোহন দাসের সমর্থকরা দাবি করেন,
খাসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগেই জাল ভোট দিয়ে বাক্স ভরে রাখা হয়েছে।

পরে তারা লোকজন নিয়ে ওই কেন্দ্রে ঢুকতে গেলে আওয়ামী লীগের প্রার্থী আল-আমিন চৌধুরীর সমর্থকরা তাদের বাধা দেন। এতেই হট্টগোল বেধে যায়। পরে ভোটগ্রহণ বন্ধ করে দেন প্রিজাইডিং অফিসার।  

অতিরিক্ত পুলিশ সুপার বেলায়াত হোসেন বাংলানিউজকে জানান, জাল ভোট দেওয়ার চেষ্টা ও হট্টগোলের কারণে এ কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে। অপ্রতিকর পরিস্থিতি মোকাবেলা করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।