ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মানিকগঞ্জের তিন আসন নৌকার দখলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
মানিকগঞ্জের তিন আসন নৌকার দখলে ...

মানিকগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনেই বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। এক সময়ে বিএনপির ‘দুর্গ’ হিসেবে পরিচিত থাকলেও ২০০৮ সাল থেকে জেলার তিনটি আসনই রয়েছে আওয়ামী লীগের দখলে।

মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুর রহমান দুর্জয় ২ লাখ ৫১ হাজার ৯৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল হামিদ ডাবলু (ধানের শীষ) পেয়েছেন ৫৬ হাজার ৪৪৭ ভোট।

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম (নৌকা) পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী মইনুল ইসলাম খান শান্ত (ধানের শীষ) ৪৯ হাজার ৩১।

মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ মালেক স্বপন (নৌকা) ২ লাখ ২৬ হাজার ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য) পেয়েছেন ৩০ হাজার ৩৮১।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও) ওয়ান আশরাফুল আলম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
কেএসএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।