ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালমনিরহাটে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
লালমনিরহাটে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপি নেতা নিহত

লালমনিরহাট: লালমনিরহাট-৩ (সদর) আসনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আহত তোজাম্মেল হক (৬৫) নামে এক বিএনপি নেতাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাগলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হন তিনি। পরে বিকেলে তার মৃত্যু হয়।

নিহত তোজাম্মেল হক ওই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক। তিনি ওই এলাকার খলাইঘাট গ্রামের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।