ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঠেলাগাড়ি প্রতীকের প্রেমে কাউন্সিলর প্রার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
ঠেলাগাড়ি প্রতীকের প্রেমে কাউন্সিলর প্রার্থীরা

বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েছেন কাউন্সিলর প্রার্থীরা।

মঙ্গলবার (১০ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন সিটি নির্বাচনের রিটানিং কর্মকর্তা মুজিবুর রহমান।

নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের তথ্যানুযায়ী, সাধারণ কাউন্সিলর প্রার্থীদের কাছে ঠেলাগাড়ি ও ঘুড়ি প্রতীকের কদর বেশি দেখা গেছে।

ঠেলাগাড়ি প্রতীক নিয়েছেন ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৭ জন কাউন্সিলর প্রার্থী ও ঘুড়ি প্রতীক পেয়েছেন ২৬ জন প্রার্থী।

অপরদিকে, সংরক্ষিত কাউন্সিলর পদে যুদ্ধ হয়েছে বই ও আনারস প্রতীকের মধ্যে। ৯ সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে বই ও আনারস প্রতীক পেয়েছেন নয়জন করে প্রার্থী।

এদিকে, সাধারণ ওয়ার্ডের ১২টি প্রতীকের মধ্যে এয়ারকন্ডিশনার, ব্যাডমিন্টন, র‌্যাকেট ও করাতসহ তিনটি প্রতীক কেউ নেয়নি।

পাশাপাশি সংরক্ষিত ওয়ার্ডের ১০টি প্রতীকের মধ্যে স্টিলের আলমারি প্রতীক কেউ নেয়নি।

বিসিসি নির্বাচনে সাধারণ ৩০টি ওয়ার্ডের মধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় এখন প্রার্থী রয়েছেন ৯১ জন। সংরক্ষিত ১০টি ওয়ার্ডের একটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় এখন প্রার্থী দাঁড়িয়েছে ৩৪ জনে। সব মিলিয়ে কাউন্সিলর পদে এখন প্রার্থীতা করবেন ১২৪ জন।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এমএস/এমআইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।