ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেসিসিতে সরে দাঁড়ালেন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মন্টু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, মে ৭, ২০১৮
কেসিসিতে সরে দাঁড়ালেন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মন্টু খুলনা সিটি করপোরেশন নির্বাচন লোগো

খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ৩১ নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন ইউসুপ আলী মন্টু।

সোমবার (০৭ মে) দুপুরে খুলনা প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ৩১ নং ওয়ার্ড যুবলীগের সাবেক আহ্বায়ক ইউসুপ আলী মন্টু।

দলের স্বার্থে স্বেচ্ছায় কাউন্সিলর প্রার্থী থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আমি কুমড়া প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। আমার অভিভাবক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থীতা নেওয়ায়, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করায় আমি নৈতিকভাবে অনুশোচনায় ভুগছিলাম। যেহেতু আমি নির্বাচন কমিশনের নির্দিষ্ট সময়ের মধ্য আমার প্রার্থীতা প্রত্যাহার করতে পারিনি, সেহেতু আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। এবং ৩১ নং ওয়ার্ডে ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

গত ২৯ এপ্রিল একইভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ট্রাক্টর প্রতীকের জিএম আব্দুর রব কেসিসি নির্বাচনে ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান।

বাংলাদেশ সময়:  ১৫১৫ ঘণ্টা,  মে ০৭ , ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।