ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন

সেনবাগে বিএনপি, বেগমগঞ্জে আ’লীগ জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
সেনবাগে বিএনপি, বেগমগঞ্জে আ’লীগ জয়ী

নোয়াখালী: কয়েক দফা স্থগিতের পর নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে স্থগিত এক কেন্দ্রের পুনঃভোটে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী (ধানের শীষ) আমিন উল্যাহ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে স্থগিত তিন কেন্দ্রের পুনঃভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম মিলন (নৌকা) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সাহা জেলার দুই উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফলের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি জানান, দুই ইউনিয়নে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষে রাতে স্ব স্ব প্রিজাইডিং অফিসার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।  

নির্বাচনে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) আমিন উল্যাহ ৫ হাজার ৫৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুর ওহাব (আনারস) পেয়েছেন ৩ হাজার ৭৪৩ ভোট।  

অপরদিকে, বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম মিলন ৬ হাজার ৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এএইচএম সেলিম পেয়েছেন ৩ হাজার ৭৩০ ভোট।

বাংলাদেশ সময়: ০৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।