ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটার স্থানান্তরের আবেদন সাতদিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
ভোটার স্থানান্তরের আবেদন সাতদিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ইসির

ঢাকা: কোনো ভোটার তার ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করলে তা সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজীকরণ সংক্রান্ত সভার সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এ ছাড়াও একগুচ্ছ নির্দেশনা প্রতিপালনের জন্য বলা হয়েছে সব আঞ্চলিক ও জেলা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের।

নির্দেশনায় বলা হয়েছে, মাইগ্রেশন আবেদন প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মাইগ্রেশন আবেদন গ্রহণের সময় আবেদনকারীকে উপস্থিত হতে হবে সশরীরে। এ ছাড়া আবেদনপত্র জমাদানের সময় আবেদনকারীর ফিংগার প্রিন্ট নেওয়ার প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা করতে হবে।

অন্যদিকে একজন ভোটার কতবার ভোটার স্থানান্তর করতে পারবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে জেলা নির্বাচন অফিসারদের Migration আবেদন দেখার ব্যবস্থা করতে হবে।

স্থানান্তরের বিষয়টি একটি কমিটি করে যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

অন্যদিকে ম্যাডনেস স্ট্যাটাসে থাকা ভোটারদের তথ্যের জটিলতা নিরসনে একটি বিবরণী উপজেলা/থানা নির্বাচন অফিসার কর্তৃক প্রেরণ করা হলে পূর্বের সিদ্ধান্ত অনুসারে কারিগরি অধিশাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া দ্বৈত ভোটার (Duplicate Voter) নিষ্পত্তির ক্ষেত্রে ভোটারের প্রথম আবেদনটি বহাল রেখে দ্বিতীয় এনআইডি কার্ডটি বাতিল করতে হবে।

এছাড়া যে সব ভোটারের আঙুলের ছাপ অন্যদের সঙ্গে মিলে যায়, তাদের আঙুলের ছাপ পুনরায় নিয়ে নিষ্পত্তি করতে হবে এই জটিলতা।

এদিকে সেবার মান উন্নত করার জন্য ভিপিএন-এর পাশাপাশি পাবর্ত্য অঞ্চলেও নিরবচ্ছিন্ন টেলিটক ও রবি নেটওয়ার্ক সচল রাখার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।