ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাপার আয়-ব্যয় কমেছে, বেড়েছে তহবিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
জাপার আয়-ব্যয় কমেছে, বেড়েছে তহবিল

ঢাকা: আগের বছরের তুলনায় জাতীয় পার্টির (জাপা) আয় ও ব্যয় কিছুটা কমেছে। তবে তহবিল আগে চেয়ে বেড়েছে।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া দলটির ২০২৩ পঞ্জিকা বছরের বিবরণী থেকে এই তথ্য পাওয়া গেছে।

এই বছরে জাপা আয় করেছে দুই কোটি ২২ লাখ দুই হাজার ৪০৫ টাকা। আর ব্যয় করেছে এক কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা।

দলটির ব্যাংকে আগের স্থিতি ছিল এক কোটি ৭৭ হাজার ৪২৬ টাকা। বর্তমানে দলটির তহবিল হচ্ছে দুই কোটি নয় লাখ ৬১ হাজার ৩০৬ টাকা।

২০২২ পঞ্জিকা বছরে দলটির আয় হয়েছিল দুই কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮টাকা। আর ব্যয় হয়েছিল এক কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা।

জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের স্বাক্ষরিত হিসাব বিবরণীটি মঙ্গলবার (৩০ জুলাই) ইসিতে জমা দেয় দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হয়। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপিসহ বেশি কয়েকটি দল ইসিতে জমা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
ইইউডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।