ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিদ্যুৎ অপচয়কারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
বিদ্যুৎ অপচয়কারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির কমিটি

ঢাকা: বিদ্যুতের ব্যবহার ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের জন্য কর্মকর্তা-কর্মচারীদের আট দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর নির্দেশনা বাস্তবায়নে গঠিত কমিটির সুপারিশে বিদ্যুৎ অপচয়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি।

ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালামের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

কর্মকর্তাদের দেওয়া আট দফা নির্দেশনা:

(ক) দিনের বেলায় কাঁচের দরজা/জানালা দিয়ে আগত প্রাকৃতিক আলো ব্যবহারের মাধ্যমে কৃত্রিম আলোর ব্যবহার যতটুকু সম্ভব কমাতে হবে।

(খ) প্রতিবার অফিস কক্ষ ত্যাগ করার সময় এয়ার কন্ডিশনের থার্মোস্ট্যাট, কম্পিউটার, লাইটসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ করতে হবে।

(গ) এয়ারকন্ডিশনের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখতে হবে।

(ঘ) রুমের বাইরে অবস্থানকালীন সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।

(ঙ) কম্পিউটার মনিটর এবং ফটোকপি মেশিনগুলো ব্যবহার শেষে স্লিপ মোডে রাখতে হবে, এতে প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়ে থাকে।

(চ) ব্যাটারি চার্জার (যেমন- ল্যাপটপ, সেলফোন ইত্যাদির) প্ল্যাগ ইন করে রাখলে তারা বিদ্যুৎ ব্যবহার করতে থাকে বিধায় চার্জিং শেষে বৈদ্যুতিক পয়েন্ট থেকে চার্জার খুলে রাখতে হবে।

(ছ) কমন স্পেস (যেমন- সিঁড়ি/ ওয়াশরুম/ওয়েটিংরুম/করিডোর ইত্যাদিতে) প্রয়োজন ব্যতীত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।

(জ) বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

নির্দেশনা বাস্তবায়নে পাঁচ সদস্যের মনিটরিং কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাভীদকে, আর সেবা শাখার উপ-সচিব জাকির মাহমুদকে করা হয়েছে সদস্য সচিব।

এ কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে:

(ক) কমিটির আহ্বায়ক কার্যক্রম তত্ত্বাবধান করে এবং লক্ষ্য পূরণ করা নিশ্চিত করে, কমিটির যোগাযোগের প্রধান বিন্দু হিসেবে কাজ করবে।

(খ) কমিটির লক্ষ্য কার্যকর পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং শক্তি-সাশ্রয়ী ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানো।

(গ) অগ্রগতি পর্যালোচনা করতে, চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে এবং আসন্ন কার্যক্রমের পরিকল্পনা করতে মাসিক মিটিং করে নিশ্চিত করবে যে, সব সদস্যকে মিটিং এজেন্ডা সম্পর্কে আগাম অবহিত করা হয়েছে।

(ঘ) বিদ্যুতের ব্যবহার কমাতে নৈতিকতা অবলম্বনসহ সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা।

(ঙ) বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত কর্মপন্থা যথাযথভাবে পরিপালনে ব্যর্থ কর্মকর্তা/কর্মচারীর বিষয়ে সেবা অধিশাখাকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অবহিত করা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের দেওয়া এক নির্দেশনার আলোকে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।