ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রেকর্ড ব্যবধানে জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রেকর্ড ব্যবধানে জয়ী

নওগাঁ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড ব্যবধানে বিজয়ী হয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

নওগাঁ-১ (সাপাহার পোরশা নিয়ামতপুর) আসনের ১৬৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, সাধন চন্দ্র মজুমদার পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট।

অন্যদিকে তারা নিকটতম প্রতিদ্বী খালেকুজ্জামান তোতা ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট।

আসনের মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৯৫১। পুরুষ ভোটার ২ লাখ ২৩ হাজার ৮২৭; নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ১২১ ও হিজড়া ভোটার তিনজন।

সাধন চন্দ্র মজুমদার ও খালেকুজ্জামান তোতা ছাড়া এ আসনে ভোটে লড়েছেন মাজেদ আলী (ঈগল) ও জাতীয় পার্টির আকবর আলী।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।