ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনীতে নিজাম হাজারীর পক্ষে ভোট চাইলেন আ জ ম নাসির 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
ফেনীতে নিজাম হাজারীর পক্ষে ভোট চাইলেন আ জ ম নাসির 

ফেনী: ফেনী এসে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর পক্ষে ভোট চাইলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাসির।  মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বড় বাজারের ব্যবসায়ীদের মাঝে নৌকা প্রতীকের প্রচারণায় আসেন প্রার্থী নিজাম উদ্দিন হাজারী।

 

এ সময় প্রচারণায় অংশ নেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ কয়েক শতাধিক নেতাকর্মী।  

আ জ ম নাসির বলেন, নিজাম হাজারী ফেনীর বৈপ্লবিক পরিবর্তন করেছেন। এ জনপদের জন্য নিজাম হাজারীর বিকল্প নেই।  

এ সময় নিজাম হাজারী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগ এবং নৌকা প্রতীকের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।