ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

হবিগঞ্জ-১ আসন: সম্পদে পিছিয়ে জাপার সাবেক এমপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
হবিগঞ্জ-১ আসন: সম্পদে পিছিয়ে জাপার সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু ও গাজী মোহাম্মদ শাহেদ

হবিগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে যারা আলোচিত প্রার্থী তাদের মধ্যে সম্পদের দিক থেকে বেশ পিছিয়ে সাবেক এমপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এমএ মুনিম চৌধুরী বাবু।  

তার থেকেও কম সম্পদ নিয়ে ভোটযুদ্ধে আছেন বর্তমান সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজের সহোদর এবং স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ।

এ দুই প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস করেছেন।  

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী গাজী শাহেদের একমাত্র বাৎসরিক আয়ের খাত ব্যবসা। সেখান থেকে তিনি প্রতি বছর ৩ লাখ ৮০ হাজার টাকা আয় করেন। তার হাতে নগদ ৭ লাখ ১০ হাজার টাকা, স্বর্ণালংকার ১ লাখ এবং আরও ১ লাখ ১০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।  

এদিকে, সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু কৃষি ও ব্যবসা খাত থেকে বাৎসরিক আয় দেখিয়েছেন ৫ লাখ ২৫ হাজার টাকা। তার হাতে নগদ ২০ লাখ, স্বর্ণালংকার ১৫ ভরি, একটি বাড়ির মূল্য ৫ লাখ ৪০ হাজার, কৃষি জমি ২৭ একর, অকৃষি জমি ৬ কাঠা এবং তার ৫০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র রয়েছে।  

সাবেক এই জনপ্রতিনিধির নামে দুইটি মামলা থাকলেও সেগুলো আপোষগণ্যে প্রত্যাহার হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।