ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নোয়াখালীর পর লক্ষ্মীপুরেও আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
নোয়াখালীর পর লক্ষ্মীপুরেও আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল আবদুল মান্নান

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

ঋণখেলাপি ও কর পরিশোধ না করায় সোমবার (৪ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

 

আবদুল মান্নানের বিরুদ্ধে ৩ কোটি ২৯ লাখ টাকা কর পরিশোধ না করা এবং বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপির অভিযোগ রয়েছে।  

তিনি লক্ষ্মীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে জয়ী হন তিনি।  

এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীকে।  

এদিকে রোববার (৩ নভেম্বর) নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনেও ঋণখেলাপির দায়ে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।