ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাবের হোসেনের মনোনয়ন জমা দিলেন নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
সাবের হোসেনের মনোনয়ন জমা দিলেন নেতাকর্মীরা

ঢাকা: ঢাকা-৯ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সাবের হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার প্রতিনিধিদল ফরম জমা দেন।

মনোনয়ন ফরম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

এদিন, বিকেল সোয়া ৩টার কার্যালয় প্রাঙ্গণে আসেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে সাবের হোসেন চৌধুরীর মনোনয়ন ফরমের প্রস্তাবক মুগদা থানা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন বাহার, এবং সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস মনোনয়ন ফরম জমা দেন।

ঢাকা ৯ আসনটি ঢাকা মেট্রোপলিটনের খিলগাঁও এবং সবুজবাগ থানাধীন নাসিরাবাদ ইউনিয়ন, দক্ষিণগাঁও ইউনিয়ন ও মান্ডা ইউনিয়ন নিয়ে গঠিত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডও এ আসনের আওতাধীন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।