ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চট্টগ্রাম-৮ ভোট: ফলাফল গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
চট্টগ্রাম-৮ ভোট: ফলাফল গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব ফাইল ছবি

ঢাকা: সদ্য অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব দিতে হবে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তাদের কাছে সব প্রার্থীকেই ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে হবে।

আর অনুলিপি দিতে হবে নির্বাচন কমিশনে। বিষয়টি প্রার্থীদের অবহিত করতে রিটার্নিং কর্মকর্তাকে ভোটের আগেই নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৭ এপ্রিল এ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ। অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র আম প্রতীকের প্রার্থী কামাল পাশা। এছাড়া স্বতন্ত্র থেকে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রমজান আলী।

আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের ব্যয়ের হিসাব জমা না দিলে জেল-জরিমানা হতে পারে। তবে কোনো প্রার্থী যথাযথ কারণ দেখালে কমিশন সময়ও বাড়াতে পারে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।