ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে খরা বিষয়ক সম্মেলন

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২

রাবি: বাংলাদেশের উত্তরাঞ্চলের খরা বিষয়ক সম্মেলন ‘নর্থ বেঙ্গল ড্রাউট কনফারেন্স’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মঙ্গলবার সকালে প্রধান অতিথি  হিসেবে দু’দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।



এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে শুষ্ক মৌসুমে তীব্র খরা চলে। এ সময় ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কিভাবে আমরা এ সময় জীবনকে গতিশীল রাখতে পারি সে বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে এ সম্মেলন থেকে। ’

‘শেয়ারিং নলেজ কম্ব্যাটিং ক্লাইমেট চেঞ্জ ডিজাস্টার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাবি উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্ ও জেনেভায় বাংলাদেশ মিশনের প্রাক্তন ইকোনমিক মিনিস্টার এ এম বদরুল হাসান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাবি ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ধন্যবাদ জ্ঞাপন করেন।

বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা সেন্টার ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড, অক্সফাম গ্রো-এর সহযোগিতায় দু’দিনব্যাপী এ সম্মেলনে তিনটি কারিগরি সেশন অনুষ্ঠিত হবে।
 
এছাড়া খরাপীড়িত কাঁকনহাটে জনসচেতনতামূলক প্রচারাভিযান শেষে একটি ঘোষণাপত্রও প্রকাশিত হবে।
 
সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মুশফিক আহমদের সভাপতিত্বে ‘জিওলজি ওয়াটার রিসোর্সেস এন্ড ক্লাইমেট’ শীর্ষক প্রথম কারিগরি সেশনে ১৪টি এবং বায়োলজিক্যাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে ‘বায়োডাইভার্সিটি এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি’ শীর্ষক দ্বিতীয় কারিগরি সেশনে ১৪টি প্রবন্ধ উপস্থাপিত হয়।
 
বুধবার সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মুহম্মদ মিজান উদ্দিনের সভাপতিত্বে ‘সোশিও ইকোনমিক্স এন্ড ভালনারেবল কমিউনিটি’ শীর্ষক তৃতীয় কারিগরি সেশনে ১৬টি প্রবন্ধ উপস্থাপিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২
প্রতিবেদন: জনাব আলী
সম্পাদনা: মামুন উর রশীদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।