ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাংবাদিকদের লেখনিতে আমরা সংশোধিত হওয়ার চেষ্টা করবো

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
সাংবাদিকদের লেখনিতে আমরা সংশোধিত হওয়ার চেষ্টা করবো

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেছেন, ‘সাংবাদিকদের লেখনিতে আমরা সংশোধিত হওয়ার চেষ্টা করবো। আপনাদের সমালোচনার মাধ্যমে আমরা পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করবো।

 

বিশ্ববিদ্যালয়ের চলমান যে সংকট রয়েছে, সে সংকটগুলো আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। উপাচার্যের সঙ্গে কথা বলে আমরা এর সংশোধন করবো।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের আয়োজনে প্রশাসন ভবনের সভাকক্ষে 'মিট দ্য প্রেস' এ উপ-উপাচার্য এসব কথা বলেন।

৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মিট দ্যা প্রেসে উপস্থিত সবার উদ্দেশ্যে উপ-উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র মুখে স্বীকারোক্তি দিয়ে নয় বরং অন্তর থেকে ভালোবাসতে হবে।
 
এসময় সাংবাদিকদের প্রশ্নে উত্তর পর্বে উপ-উপাচার্য সমাবর্তন, আবাসন সংকট, মাদকমুক্ত ক্যাম্পাস, ডিজিটালাইজেশন, ডিজিটাল আইডি কার্ড, অন স্টপ সার্ভিস,  বিশুদ্ধ পানির ব্যবস্থা, ইকুয়েপমেন্টের পর্যাপ্ততা নিশ্চিতকরণসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

৪৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।  

এছাড়াও আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।