ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য হলেন মাশরাফি, পুনঃমনোনীত নাবিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
যবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য হলেন মাশরাফি, পুনঃমনোনীত নাবিল

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে প্রথমবারের মতো মনোনীত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  

এ ছাড়া পুনরায় মনোনীত হয়েছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

সোমবার (২১ নভেম্বর) উপ-সচিব রোখছানা বেগমের সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

যবিপ্রবি সূত্রে জানা গেছে, এই দুইজন সংসদ সদস্য ছাড়াও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সংস্কারক মো. নাসের শাহরিয়ার জাহেদীকেও যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
ইউজি/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।