ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনী ইউনিভার্সিটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
ফেনী ইউনিভার্সিটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনী: বর্ণাঢ্য নানা আয়োজনে ফেনী ইউনিভার্সিটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ট্রাংক রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেনী ইউনিভার্সিটির উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি শাহিদ রেজা শিমুল, ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ডা. এ এস এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য মেহেরাজুল করিম মানিক, ফেনী ইউনিভার্সিটি পরীক্ষার নিয়ন্ত্রক মো. হারুন আল রশিদ।

আইন বিভাগের প্রভাষক সাখাওয়াত সাজ্জাদ সাজেন ও বিবিএ ডিপার্টমেন্টের প্রভাষক নুসরাত শারমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক, ব্যবসা প্রশাসন অনুষদের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, হিসাববিজ্ঞান বিভাগের সরকারী অধ্যাপক মরিয়ম আক্তার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সিএসই ২৮ ব্যাচের অনিন্দিতা সাহা, বিবিএ ২৬ ব্যাচের ইসরাত জাহান, এলএলবি ২৫ ব্যাচের সৈকত হোসেন সজীব।

বিকেলে স্থানীয় ও জাতীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২ 

এসএইচডি/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।