ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটে পরীক্ষা, ৩ কর্মকর্তাকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটে পরীক্ষা, ৩ কর্মকর্তাকে অব্যাহতি

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় প্রশ্নপত্রের সেট পরিবর্তনের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ তিন কর্মকর্তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

সোমবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী, চিতোষী ডিগ্রি কলেজ কেন্দ্রের ট্যাগ কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক ও চিতোষী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার।

জানা গেছে, রোববার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার চিতোষী ডিগ্রি কলেজের কেন্দ্র চিতোষী আর অ্যান্ড এম উচ্চ বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ‘ক’ সেটের প্রশ্নপত্র বিতরণ করার নির্দেশনা থাকলেও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন নাহার ‘খ’ সেট দিয়ে পরীক্ষা নেন। একপর্যায়ে প্রশ্নের অসঙ্গতি দেখে কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা মো. আবু ইসহাক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে পরীক্ষা শেষ হয়ে যায়। ভুল প্রশ্নের খবর চাউর হতেই শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। ওই সময় তিনি পরীক্ষার্থীদের বুঝিয়ে বাড়িতে পাঠান।

খবর পেয়ে বিষয়টি তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ ঘটনাস্থলে আসেন এবং পরীক্ষা সংশ্লিষ্ট সবার বক্তব্য নেন। ওই দিনই তিনি জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ বাংলানিউজকে বলেন, ‘ক’ সেটের প্রশ্নের বদলে ‘খ’ সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় তিন কর্মকর্তাকে পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরীক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না বলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আমাকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।