ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাজশাহীর ২৩ কেন্দ্রে এইচএসসি, নিষেধাজ্ঞা জারি আরএমপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
রাজশাহীর ২৩ কেন্দ্রে এইচএসসি, নিষেধাজ্ঞা জারি আরএমপির

রাজশাহী: আগামী রোববার (৬ নভেম্বর) থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত রাজশাহী মহানগরীর ২৩টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি, আলিম এবং এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হবে।  

আসন্ন পরীক্ষা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিষেধাজ্ঞ জারি করেছে।

আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এই নিষেধাজ্ঞা জারি করেছেন।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, জারিকৃত আদেশ অনুযায়ী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রগুলোর চারদিকে ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চার জনের অধিক জনসাধারণ একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রাজশাহী মহানগরীর পরীক্ষাকেন্দ্রগুলো হলো- নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, শাহ মখদুম কলেজ, রাজশাহী কোর্ট কলেজ, মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বরেন্দ্র কলেজ, শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ (পবা), (১৪) নওহাটা মহিলা  কলেজ (পবা), (১৫) মদিনাতুল উলুম কামিল মাদরাসা, (১৬) রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, (১৭) নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা (পবা), মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (কাটাখালী), হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ (রাজপাড়া), জাতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মহাবিদ্যালয় (মাতৃকা ভবন, ঘোড়ামারা, বোয়ালিয়া), লোকনাথ উচ্চ বিদ্যালয় (বোয়ালিয়া), আইন মহাবিদ্যালয় (বোয়ালিয়া) ও নওহাটা উচ্চ বিদ্যালয় (পবা)।

উল্লেখিত সময়ে আইন অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।