ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

খুবিতে হচ্ছে সেন্ট্রাল ল্যাবরেটরি-যৌন হয়রানি নিরোধকেন্দ্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
খুবিতে হচ্ছে সেন্ট্রাল ল্যাবরেটরি-যৌন হয়রানি নিরোধকেন্দ্র

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) নাম পরিবর্তন করে শিক্ষা ডিসিপ্লিন এবং গবেষণা সেলের নাম পরিবর্তন করে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার করা হয়েছে।  

এছাড়া বিশ্ববিদ্যালয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সেন্ট্রাল ল্যাবরেটরি ও যৌন হয়রানি নিরোধ কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২২১তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।  

এছাড়া একই সিন্ডিকেটে স্টুডেন্ট ফিডব্যাক ২০২২ রিপোর্ট অনুমোদিত হয়। এ পরিপ্রেক্ষিতে আগামী শিক্ষাবর্ষ (২০২১-২০২২) থেকে সব ডিসিপ্লিনে স্টুডেন্ট ফিডব্যাক ফরম কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এমআরএম/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।