ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে নতুন ৩ সহকারী প্রক্টর নিয়োগ

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১২

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বুধবার নতুন তিন সহকারী প্রক্টরকে নিয়োগ দেওয়া হয়েছে।

এরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হুমায়ন কবীর, আইন ও বিচার বিভাগের মো. শাহরিয়ার পারভেজ এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের মো. আরমান হোসেন।



বুধবার রাত সাড়ে নয়টার দিকে প্রক্টর দফতরের উপ-রেজিস্ট্রার নেসার উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি ছয় জন সহকারী প্রক্টরের মেয়াদ শেষ হয়। বর্তমানে দুই জন সহকারী প্রক্টর দায়িত্বে রয়েছেন। তাদের একজনের মেয়াদ এ মাসেই শেষ হবে।

এছাড়া বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির ছাত্তারকে গত ২৬ ফেব্রুয়ারি স্বপদে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ০৩৫৪ ঘন্টা, মার্চ ২২, ২০১২
প্রতিবেদক: জনাব আলী/সম্পাদনায়: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।