ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবির গাণিতিক-পদার্থ বিষয়ক অনুষদের নতুন ডিন ফরিদ আহমদ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
জাবির গাণিতিক-পদার্থ বিষয়ক অনুষদের নতুন ডিন ফরিদ আহমদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমদকে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার আগামী ১২ অক্টোবর থেকে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮ (২) ধারা অনুযায়ী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমদকে একই তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিয়োগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।