ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ দ্রুত জানানোর নির্দেশ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
শিক্ষা প্রতিষ্ঠানের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ দ্রুত জানানোর নির্দেশ 

ঢাকা: শিক্ষা প্রতিষ্ঠানের বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে তা দ্রুত জানানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ স্বাক্ষরিত নির্দেশনা সম্প্রতি মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

 

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে, যেগুলো কোনোভাবেই কাম্য নয়। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এ সকল ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান দ্রুত ও বিস্তারিতভাবে অধিদপ্তরকে অবহিত করে না। ফলে যথাযথ ও সময়মতো ব্যবস্থা গ্রহণসহায়তা প্রদান করা অধিদপ্তরের পক্ষে সম্ভব হচ্ছে না।  

এমতাবস্থায় সংঘটিত কোনো বিপর্যয়, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বিস্তারিত ও দ্রুততার সঙ্গে অধিদপ্তরকে জানাতে হবে।

ই-মেইলে ([email protected]) অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এমআইএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।