ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

টিএসসিতে গবেষণা ক্যারিয়ার উৎসব

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
টিএসসিতে গবেষণা ক্যারিয়ার উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়: তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হল দেশীয় গবেষণা ও গবেষণায় ক্যারিয়ার উৎসব।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে টিএসসি অডিটোরিয়ামে উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

মন্ত্রী বলেন, আমাদের সময় আমরা মুক্তিযুদ্ধ করেছি। ৩০ লাখ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছে। তোমাদের তাদের স্বপ্ন পূরণ করতে হবে। জ্ঞান বড় সম্পদ, চর্চায় বেড়ে যায়। নদীর স্রোতের মতো থেমে গেলে মরে যায়। আমাদের অনেক দূর যেতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে। তোমরা যে বিষয় নিয়ে কাজ করছো, এটা আত্মস্থ করার চেষ্টা করো। উপভোগ করো। তোমাকে বিষয়টা উপভোগ করতে হবে। এর মধ্য দিয়ে তোমরা জাতি সমাজকে এগিয়ে নিয়ে যাবে। সরকার সকল আয়োজনে পাশে থাকবে।

অনুষ্ঠানে বিজ্ঞান জাদুঘরের পরিচালক (উপ-সচিব) এ. কে. এম. লুৎফুর রহমান সিদ্দীক, ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্সস সোসাইটির মডারেটর অধ্যাপক ড. লাফিফা জামাল, সোসাইটির সভাপতি মাহমুদা কবির শাওন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এসকেবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।