ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবিতে ‘মহাভারতের দর্শন’ শীর্ষক আলোচনা সভা 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
ইবিতে ‘মহাভারতের দর্শন’ শীর্ষক আলোচনা সভা 

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মহাভারতের দর্শন, নীতিশাস্ত্র ও রাজনীতি’ শীর্ষক আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলা বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারি কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামিম আহমেদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, অধ্যাপক ড. নাসরিন আক্তার, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. রবিউল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
প্রধান আলোচক শামিম আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে মহাভারতের দর্শন, নীতিশাস্ত্র ও রাজনীতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এ সময় তিনি মহাভারতের সাহিত্যিক ও ঐতিহাসিক মূল্যায়নের ওপর বিস্তর আলোচনা করেন।  

অনুষ্ঠানের শেষাংশে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান আলোচকের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। পরে বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।