ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সিলেট এমসি কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

সিলেট: সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়নি।

আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ক্রিকেট স্টাম্পসহ কলেজ শাখা ছাত্রলীগের জুনিয়র একটি গ্রুপ ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রলীগ নেতা আজির উদ্দিনে নিয়ন্ত্রিত গ্রুপের উপর হামলা করার প্রস্তুতি নিলে এ ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

যোগযোগ করা হলে আজির উদ্দিন এ ঘটনা অস্বীকার করে বাংলানিউজকে বলেন, কেউ তার উপর হামলা করেনি। উত্তেজনা ছিল পরে বিষয়টি সমাধান হয়ে গেছে।

এ ব্যাপারে শাহপরাণ থানার ওসি এনামুল মনোয়ার বাংলানিউজকে বলেন, উত্তেজনা খবর পেয়ে পুলিশ কলেজ সংলগ্ন টিলাগড় পয়েন্টে অবস্থান নেয়। তবে সংঘর্ষ হয়নি। ছাত্রলীগের সিনিয়র নেতারা বিষয়টি মীমাংসা করে দিয়েছেন বলে পুলিশকে জানানো হয় বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।