ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবির বাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২

ঢাকা : নারায়ণগঞ্জের চাকলা নামক স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের স্বপ্নচূড়া বাসের সিলেন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে।



সোমবার সকাল ৯টায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- জুয়েল, ইমন, পলাশ, সাজান, সাজিত। তাদের বিশ্ববিদ্যালয়ের পাশে সুমনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এই স্বপ্নচূড়া বাসটি একাধিকরবার নষ্ট হয়েছে। কর্তৃপক্ষকে বারবার এ ব্যাপারে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

বাংলাদেশ সময় : ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।