ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপান সরকারের উপদেষ্টার সাক্ষাৎ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

ঢাবি: জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সুতোমু কিমুরা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন। এ সময় ঢাকায় নিযুক্ত জাপানি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিরোশি ওমুরা উপস্থিত ছিলেন।



সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্সের (জেএসপিএস) মধ্যে বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।

ড. সুতোমু কিমুরা জাপানের শিক্ষা, সংস্কৃতি, খেলাধূলা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।