ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মাগুরায় এইচএসসি‘র সময়সূচী পরিবর্তনের দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২
মাগুরায় এইচএসসি‘র সময়সূচী পরিবর্তনের দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন

মাগুরা: আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচী পরিবর্তনের দাবিতে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা।

বৃহস্পতিবার সকালে স্থানীয় চৌরঙ্গীর মোড়ে তারা মানববন্ধন  শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে।



মাগুরা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী অভিজিৎ গোস্বামী, সানজিদা হক, শায়লা তাসমিন, আব্বাস আল কোরেশিসহ শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, মানবিক ও বাণিজ্য বিভাগে যেখানে প্রতিটি পরীক্ষায় ৪ থেকে ৫ দিনের বিরতি রেখে ৫২ দিনে পরীক্ষা শেষ করা হবে।

সেখানে বিজ্ঞান বিভাগের ছাত্রদের এক একটি বিষয়ের মধ্যে সর্বোচ্চ ২ থেকে ৩ দিন বিরতি দিয়ে মাত্র ২৯ দিনে লিখিত পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে এক একটি পরীক্ষার আগে সময় কম পাওয়ায়  বিজ্ঞান বিভাগের বড় সিলেবাস রিভাইস করা অসম্ভব হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।