ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘বঙ্গবন্ধুই প্রথম ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
‘বঙ্গবন্ধুই প্রথম ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন’

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ‘বঙ্গবন্ধুর বিজ্ঞান দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে শনিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে স্বাগত বক্তা ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান চিন্ময়ী পোদ্দার।

বক্তব্য রাখেন গণিত বিভাগের শিক্ষার্থী তাসফিক হাসান লিংকন ও সুমাইয়া হাসান চুমকী।

ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, একটি বিজ্ঞানসম্মত ও আধুনিক জাতি গঠনের লক্ষ্যে আমৃত্যু কাজ করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশকে ডিজিটালাইজেশনের বীজ বপন করে গিয়েছিলেন বঙ্গবন্ধু। মূলত বঙ্গবন্ধুই প্রথম ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতার সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

ওয়েবিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা যুক্ত ছিলেন।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা ও গণিত বিভাগের প্রভাষক মহুয়া জাহান রুপা।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।